গাইবান্ধায় আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার


Feb 2025/Masud Tanvir.webp

গাইবান্ধায় অপারেশন ডেভিল হান্টে জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গাইবান্ধা শহরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদেরকৃত মাসুদ রানা (৫০) গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক এবং শহরের খানকা শরীফের মৃত মোখলেছার রহমানের ছেলে। অপরজন খন্দকার তানভীর আহমেদ (৩০) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি এবং সদর আসনের সাবেক সাংসদ শাহ সারোয়ারের ভাগ্নে। তিনি শহরের সদর হাসপাতাল রোডের খোকা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রোববার রাতে জেলা শহরের ১ নম্বর রেলগেট এলাকা থেকে মাসুদ রানাকে এবং হাসপাতাল রোডের বাড়ি থেকে তানভীর আহমেদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার।

পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃত দুইজনই এজাহারভুক্ত মামলার আসামি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×