নিয়ন্ত্রণে আসেনি সাজেকের আগুন, অর্ধশতাধিক রিসোর্ট-দোকান পুড়ে ছাই


Feb 2025/Sajek fire.jpg

সাড়ে তিন ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সাজেক ভ্যালির পর্যটনকেন্দ্রের আগুন। আগুনে অর্ধশতাধিক রিসোর্ট, রেস্তোরাঁ ও দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ির উপজেলার সাজেক পর্যটনকেন্দ্রে আগুন লাগে।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির অর্থ সম্পাদক ইন্দ্রজিৎ চাকমা।

তিনি বলেন, ‘সাজেক মনটানা রিসোর্টের পেছন থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, ৫০টির বেশি রিসোর্ট ও রেস্তোরাঁ পুড়ে গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় লোকজন ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস কিছুক্ষণ আগে এসে যুক্ত হয়েছে।’

বাঘাইছড়ি নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার জানান, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস গিয়ে কাজ শুরু করেছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×