স্বামীকে কুপিয়ে স্ত্রীর গয়না লুট


Feb 2025/Ornament robbery.jpg

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হরিশচন্দ্রপুর-সড়াবাড়িয়া সড়কে নবদম্পতির ওপর হামলা চালিয়ে সবকিছু লুট করে নিয়েছে ছিনতাইকারীরা। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ছিনতাইকারীরা স্বামী সাগরকে এলোপাতাড়ি কুপিয়ে স্ত্রীর গয়না লুট করে নিয়ে যায়। পরে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি জব্দ করে থানা হেফাজতে নিয়েছে। আহত সাগর উপজেলার হরিশচন্দ্রপুর গ্রামের মজিবারের ছেলে। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ওয়ার্ড সদস্য আশরাফুল ইসলাম বলেন, ‘শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সাগর। এ সময় হরিশচন্দ্রপুর-সড়াবাড়িয়া সড়কে প্রতিবন্ধী স্কুলের অদূরে একদল ছিনতাইকারী তাদের গতিরোধ করে সাগরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।’

‘তার স্ত্রীর কাছে থাকা গহনা ছিনিয়ে নেয়। তখন তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেল ফেলেই পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি উদ্ধার করে ও আহত সাগরকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।’

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডাক্তার সাইফুল ইসলাম বলেন, ‘সাগরের বাঁ হাতে ও ঘাড়ের নিচেই ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতের সৃষ্টি হয়েছে। সেখানে ছয়টা সেলাই দিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।’ 

দর্শনা থানা পরিদর্শক মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, ‘ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল। সেই সময় ধারালো অস্ত্রের আঘাতে সাগর আহত হন। ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেলের সূত্র ধরে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত তাদের আটক করা হবে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×