ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করা বাস উল্টে গেল, আহত ২৫


15Feb Naeem/ibi-bus-dw.jpg

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীবাহী একটি বাস উল্টে গেছে। এতে অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে আসার সময় বিত্তিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে প্রায় ৪০ জন শিক্ষার্থী নিয়ে কুষ্টিয়ার কাষ্টমস মোড় থেকে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসে বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা সোহাইল নামের বাস। বাসটি বৃত্তিপাড়া নামক স্থানে পৌঁছালে সামনে থাকা অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশের ধানক্ষেতে উল্টে পড়ে যায়। এতে ২৫ জন শিক্ষার্থী আহত হন বলে জানা গেছে। আহতদের চিকিৎসার জন্য কুষ্টিয়া ও ইবি মেডিকেলে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর থেকে বাসটির চালক ও হেলপার পলাতক। চালকের অতিরিক্ত গতিতে বাস চালানোর কারণেই এই দুর্ঘটনার ঘটে বলে জানান বাসে থাকা শিক্ষার্থীরা। তারা জানান, এই বাসটি সবসময়ই অতিরিক্ত গতিতে চালায়। তাদের বাস চালানোর গতি সুবিধাজনক নয়। আজকেও তেমন হয়েছে। অতিরিক্ত গতিতে বাস চালানোর কারণে ওভারটেক করতে গিয়ে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, শোনার পরপরই আমরা ঘটনাস্থলে আসি। অনেকেই আহত হয়েছে। ১২ জন আহতকে কুষ্টিয়া মেডিকেলে নিয়ে আসা হয়। এর মধ্যে ৮ জনকে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে পাঠিয়ে দেওয়া দেওয়া হয়েছে। ৪ জন একটু বেশি আহত। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা করার কাজ চলছে। আমি আছি এখানেই। কারোর উচ্চতর চিকিৎসার প্রয়োজন পড়লে বাইরে পাঠানো হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×