সিলেট শহরের ফুটপাত দখলে, যানজট চরমে
- সিলেট প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৫০ এম, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

সিলেট শহরে অবৈধ ফুটপাত দখলে দিন দিন জনভোগান্তি বেড়েই চলছে। শহরের প্রাণ কেন্দ্র বন্দর বাজার থেকে শুরু করে আম্বরখানা পর্যন্ত প্রধান সড়কে প্রতিদিন অবৈধ ফুটপাত দখলের কারণে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন করে ভোগান্তী। এ ছাড়াও সড়কের নিয়ম না মেনে অবাধে বাড়ছে গাড়ি পার্কিং। সাধারণ মানুষ বলছেন, রমজানকে সামনে রেখে এসব অবৈধ ফুটপাত উচ্ছেদ কিংবা পূর্ণবাসন না করলে ভোগান্তী আরো বাড়বে।
সরেজমিনে সিলেট শহরের বন্দর বাজার কোর্ট পয়েন্ট থেকে শুরু করে আম্বরখানা পর্যন্ত ঘুরে দেখা যায়, প্রধান সড়কের পাশে ছোট ছোট ভ্যানে ভাসমান ফুটপাতে দেখলের ফলে ভাসমান ব্যবসায়ীদের ভীড়ে দীর্ঘ যানজট দেখা দিচ্ছে। যার ফলে অনেক সময় জরুরী রগী কিংবা চাকরি প্রত্যাশিসহ নানা পেশার মানুষ সঠিক সময়ে কাজে পৌছাতে পারছেন না।
দিলিপ কুমার নামের রিকশা চালক বলেন, ‘ফুটপাতগুলো যদি সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হত তাহলে সড়কের যানজট অনেকতা কমে যেতো। রমজান মাস সামনে এই রমজান মাসে যদি আমরা যানজটে দিনের বেশিভাগ সময় কাটিয়ে দিতে হয় তাহলে আয় করব কি?’
এ বিষয়ে সিলেট সিটি করপারেশনের প্রধান নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, ‘আসছে রমজান মাসকে সামনে রেখে আমরা বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছি। শুধু আমরা নয়, এ বিষয়ে ট্রাফিক পুলিশ থেকে শুরু করে সবাই খুব আন্তরিক খুব জলদি এগুলো দৃশ্যমান হবে।’