লক্ষ্মীপুরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৫
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ১০:৩৬ এম, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

লক্ষ্মীপুর সদর উপজেলার নতুন তেওয়ারীগঞ্জ বাজার এলাকায় পিকআপ ভ্যান ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মো. আলী হোসেন (৬৫) নামে অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন আহত হয়েছেন। আহত সবাই জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন একই উপজেলার কুশাখালী ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডের কালিবৃত্তি গ্রামের শাসছ উদ্দিনের ছেলে।
আহতরা হলেন বিবি হাজেরা (৬০) তার নাতি অহি (১৩), জুনায়েদ (৭) বড়-ভাইর ছেলে ইউসুফ আলীর (৩০) স্ত্রী রুবি আক্তার (২৫)। তারা কুশাখালী ইউনিয়নের ঝাউডগি গ্রামের ভক্তি সর্দার বাড়ির বাসিন্দা।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুর সালাম সৌরভ জানান, মঙ্গলবার বিকেলে সড়ক দুর্ঘটনায় আহত ৬ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে আলী হোসেন মুমূর্ষু ছিলেন। তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। অন্যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।