গোলাপগঞ্জে চেক পোস্টে ধরা খেল দুই ডাকাত


Feb 2025/Robber gopal.jpg

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় পুলিশের চেক পোস্টে ধরা পরেছে দুই ডাকাত সদস্য। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

জানা যায়, গোলাপগঞ্জ থানাধীন ৩ নম্বর ফুলবাড়ী ইউনিয়নের হিলালপুরস্থ সিলেট-জকিগঞ্জ সড়কের রফিপুর পয়েন্টে চেকপোস্ট বসিয়ে এই দুইজনকে গ্রেফতার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল।

গ্রেফতারকৃতরা হলেন জকিগঞ্জ থানার আনন্দপুর গ্রামের কবির আহমদের ছেলে সিলেট জেলার জালালাবাদ থানার পার্কভিউ আ/এ ১৪০ নম্বর বাসার বাসিন্দা আব্দুল্লাহ আহমদ (২৬) ও নেত্রকোনা জেলার কলমাকান্দা রানিগাঁ গ্রামের মজনু মিয়ার ছেলে সিলেট জালালাবাদ থানার আখালিয়া এলাকার বাসিন্দা মো. ফয়সাল হাসান (২০)।

গ্রেফতারকৃত ডাকাত আব্দুল্লাহ আহমদের বিরুদ্ধে জকিগঞ্জ থানাসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ১টি ডাকাতি, ১টি চুরি ও ১টি দস্যুতার মামলা রয়েছে। 

অপর আসামি মো. ফয়সাল হাসানের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের কতোয়ালি মডেল থানায় আইন-শৃংখলা বিঘ্নকারী অপরাধে (দ্রুত বিচার) ১টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×