জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্রদের নতুন কমিটি নিয়ে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি
- জয়পুরহাট প্রতিনিধি
- প্রকাশঃ ০৩:৫৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

কেন্দ্র ঘোষিত নতুন কমিটি নিয়ে জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে। জয়পুরহাটের কমিটিতে স্থান পাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়করা বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরের জয়পুরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নতুন কমিটির আহ্বায়ক হাসিবুল হক সানজিদ, সদস্য সচিব মুবাশীর আলী শিহাব, সিনিয়র যুগ্ম সচিব নিয়ামুর রহমান নিবিড়, যুগ্ম সদস্য সচিব মোবাশ্বের হোসেন ও মুখ্য সংগঠক এহছান আহমেদ নাহিদ।
সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্র ঘোষিত নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি একতরফার যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন। আন্দোলনের সময় যারা আমাদের সাথে ছিলেন তারা এই কমিটিতে স্থান পেয়েছে।
অপরদিকে, নতুন কমিটিতে পদবঞ্চিতরা শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে মানববন্ধন কর্মসূচি পালন করে। সেখানে বক্তব্য দেন ছাত্র আন্দলোনের প্রতিনিধি বোরহান উদ্দীন, আশরাফুল ইসলাম, মোহাম্মদ সাকিল হোসেনসহ অন্যরা।
মানববন্ধনে তারা অভিযোগ করে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা মাঠে ছিলেন না তারাই এই নতুন কমিটিতে স্থান পেয়েছে। এমনকি ছাত্রলীগ নেতা এই কমিটিতে স্থান পেয়েছে।’
অবিলম্বে এই কমিটি বাতিল করে আন্দোলনে শরীক সকলকে সাথে নিয়ে নতুন কমিটি ঘোষণা করার আহ্বান জানান তারা।