নিজের ঘর থেকে পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার


Feb 2025/Rakibul.jpg
রাকিবুল ইসলাম রকি

কুষ্টিয়ার মিরপুরে রাকিবুল ইসলাম রকি (২৬) নামে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরপুর ইউনিয়নের কাতলামারী ঈদগাঁর পাশে নিজ বাড়ির শোবার ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সদস্য রাকিবুল ইসলাম রকি উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী গ্রামের সামু আলীর ছেলে। তিনি ঝিনাইদহ জেলায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন। ২০১৮ সালের দিকে তিনি পুলিশে যোগদান করেন।

স্থানীয় থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি ছুটিতে বাড়ি আসেন রাকিবুল। বাড়িতে অবস্থানকালে বুধবার সকাল ৯টার দিকে সবার অজান্তে নিজ শোবার ঘরে বাঁশের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ ওঠে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি থানা পুলিশকে অবগত করেন।

মো. মমিনুল ইসলাম বলেন, ‘পুলিশ সদস্য রাকিবুলের বাবা বিভিন্ন ব্যবসায় করেন। তাদের অনেক টাকা ঋণ রয়েছে। এসব টাকা ছেলের কাছ থেকে তিনি চাইতেন। পুলিশ সদস্য রাকিবুল কিছুটা মানসিক চাপেও ছিলেন। ধারণা করা হচ্ছে, এসব কারণেই তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×