ডাকাতের বাড়িতে অভিযান, সাত চোরাই গরু উদ্ধার


15Feb Naeem/chapai-dwd.jpg

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে সাতটি চোরাই গরুসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া তাদের কাছ থেকে পিকআপ ভ্যান, অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আব্বাস বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়ে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার রেজাউল করিম।

আটকরা হলেন- আড়গাড়াহাট গ্রামের মো. কানু (৪৫), মুসলিমপুর গ্রামের শরিফুল ইসলাম (২৫) এবং ধোবড়া এলাকার মো. রফিক (২৫)।

বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, “গোপন খবরে জানা যায়, আড়গাড়াহাট গ্রামের কানুর ডাকাতের বাড়িতে কয়েকজন চোরাই গরু বিক্রয়ের জন্য অবস্থান করছেন। পরে দ্রুত পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

“পুলিশের উপস্থিতিতে টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও কানু, শরিফুল ও রফিককে আটক করা হয়। এ সময় ছোট-বড় সাতটি গরু, ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।”

আটকদের বিরুদ্ধে ডাকাতি, হত্যা, বিশেষ ক্ষমতায়ন ও মাদকদ্রব্যসহ বিভিন্ন অভিযোগে কয়েকটি জেলায় মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার।

তিনি বলেন, পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×