চাটমোহরে হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত


15Feb Naeem/Pabna Hizul Koran Pic.jpg

অনাড়ম্বরপূর্ন পরিবেশে পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হলো হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। ফাইনাল রাউন্ডে প্রতিযোগিতা শেষে তিন গ্রুপে থেকে নয়জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী প্রতিযোগিতার আয়োজন করে চাটমোহর স্পোর্টস একাডেমি।

চাটমোহর ওলামা পরিষদের সভাপতি হাফেজ মওলানা  নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, চাটমোহর স্পোর্টস একাডেমির আহ্বায়ক তৌহিদুল ইসলাম তাইজুল, বাহাদুরপুর জামিয়া ক্বওমিয়া হাফিজিয়িা এতিমখানা মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আলতাফ হোসাইন।

আয়োজকরা জানান, গত ৯ ফেব্রুয়ারি এ প্রতিযোগিতা শুরু হয়। চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর ও আটঘরিয়া উপজেলায় প্রথমে বাছাই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ৫ পারা, ১০ পারা ও ৩০ পারা তিন ক্যাটাগরিতে অংশ নেন প্রায় তিনশ’জন প্রতিযোগি। আর তিন গ্রুপ থেকে গ্রান্ড ফিনালে অংশ নেন ৩৫ জন প্রতিযোগি। বুধবারের ফাইনালে ৩ গ্রুপে থেকে ৯ জন বিজয়ী হয়।

৫ পারা তেলাওয়াতে প্রথম স্থান অধিকার করে নওদাপাড়া তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোঃ আব্দুল্লাহ, দ্বিতীয় হন ভাঙ্গুড়ার সারুটিয়ার জামেউল উলুম আবাসিক দ্বীনি মাদ্রাসার ছাত্র নাসিম হাসান ও তৃতীয় হয়েছেন আটঘরিয়ার নওদাপাড়া তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোঃ জিম আহমেদ।  

১০ পারা তেলাওয়াতে প্রথম হয়েছে চাটমোহরের এম কে আর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আবির হাসান, দ্বিতীয় চাটমোহরের গুনাইগাছা সম্মিলিত হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোঃ মহিত হাসান ও তৃতীয় হয়েছে দারুস সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী হাবিব নাজ্জাবী।

৩০ পারা তেলওয়াতে প্রথম হয়েছেন বাহাদুরপুর জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র কাওছার আহমেদ, দ্বিতীয় হয়েছেন আটঘরিয়ার গঙ্গারামপুর মাদ্রাসার ছাত্র আবু আইয়ুব আনসারী ও তৃতীয় হয়েছেন চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল মাদ্রাসার ছাত্র হাসানুর রহমান।

প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন বিশিষ্ট ইসলামী আলোচক হাফেজ ক্বারী মাওলানা আবু জর গিফারী। সহকারী বিচারক ছিলেন হাফেজ মাওলানা হামিদুল ইসলাম।

চাটমোহর স্পোর্টস একাডেমীর আহ্বায়ক তৌহিদুল ইসলাম তাইজুল বলেন, ’আমরা সচরাচর বিভিন্ন রকম সামাজিক, সাংস্কৃতিক, খেলাধুলার আয়োজন করি। কিন্তু কোরআনের পাখিদের নিয়ে কোনো আয়োজনের কথা কেউ ভাবে না। পাবনার হাফেজরা যেন বিশ্বের দরবারে বাংলাদেশের পতাকা আরো উঁচুতে তুলে ধরতে পারে সেই লক্ষ্যে দ্বিতীয়বারের মতো এই আয়োজন করেছি আমরা। ঈদের পর জমকালো আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।’

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, ’এর উদ্দেশ্যে কোরআনের আলো ছড়িয়ে দেওয়া। সর্বোপরি সুন্দর সমাজ গঠন করা। এমন আয়োজন নি:সন্দেহে প্রশংসনীয়। আয়োজক সবাইকে ধন্যবাদ। এমন মহতি উদ্যোগের সাথে উপজেলা প্রশাসন সবসময় থাকবে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×