দুদকের গণশুনানীতে গিয়ে গ্রেপ্তার ভাঁড়ারা ইউপি চেয়ারম্যান সুলতান


15Feb Naeem/Pabna Sultan Chairman Pic-01.jpg

পাবনায় দুদকের গণশুনানীতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন সদর উপজেলার আলোচিত ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খাঁন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে জেলা শিল্পকলা একাডেমি সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

ওসি জানান, এজাহারভূক্ত না হলেও শুরু থেকেই ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ খানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় সংশ্লিষ্টতা থাকার অভিযোগ ছিলো। পুলিশ অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে তার সংশ্লিষ্টতার প্রমাণ পায়। এর প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার বিকেলে আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

এর আগে বুধবার সকাল দশটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত দুদকের গণশুনানি অনুষ্ঠানস্থলে যান ইউপি চেয়ারম্যান সুলতান। এক সেবাগ্রহীতা ইউপি সচিব সেলিমের বিরুদ্ধে জন্মনিবন্ধন সনদ করায় হয়রানির অভিযোগ আনলে তার জবাব দিতে গণশুনানিতে সচিবকে তলব করে দুদক। 

সেখানে চেয়ারম্যান সুলতানের বিরুদ্ধে অভিযোগ না থাকলেও সচিবের সাথে শুনানিতে অংশ নেন তিনি। জবাব শেষে শিল্পকলা একাডেমি থেকে বের হতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। ইউপি চেয়ারম্যান সুলতান খাঁন আওয়ামীলীগ সমর্থক হলেও তিনি দলীয় কোনো পদে নেই।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×