রমজানকে সামনে রেখে শেষ মুহুর্তের প্রস্তুতিতে সিলেটবাসী; মাংসের দাম নির্ধারণ করেছে সিসিক
- সিলেট প্রতিনিধি
- প্রকাশঃ ১০:৫৫ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

আসছে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে অনেকটাই শেষ মুহুর্তের প্রস্তুতি সাড়ছেন নগরবাসী। মাসব্যাপী নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য থেকে শুরু করে টুকটাক বাজার-সদাই করতে ব্যস্ত নগরের সিংহভাগ মানুষ। মার্চ মাসের ২ তারিখ থেকে শুরু হওয়া রমজানকে সামনে রেখে সিলেট নগরের বিভিন্ন মাংসের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভীড় দেখা গেছে।
এ ছাড়াও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানে ও রয়েছে ক্রেতাদের ভীড় তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান গুলোতে ভীড় থাকলে ফাঁকা রয়েছে নগরের বিপণী বিতানের দোকান গুলো। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সিলেট নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাজার ঘুরে দেখা যায় শেষ মুহুর্তে বাজার-সদাই করেই ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অনেকের ধারণা রমজানে দ্রব্য মূল্যের দাম বাড়তে পারে তাই আগে থেকেই কিনে রাখছেন।
আব্দুল্লাহ আহমেদ নামের এক পথচারী বলেন, প্রতিবছর রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যায় এবার দেখছি সরকার নানা পদক্ষেপ নিচ্ছে আশা করি দাম রমজানে আমাদের নাগালে থাকবে।
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার বলেন, রমজান মাসে আমরা মাংসের দাম নির্ধারণ করে দিয়েছি। তার পরেও বাজার মনিটরিং থাকবে।
এদিকে ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় নগরভবনের সভাকক্ষে এক সভায় মাংসের দাম নির্ধারণ করে দেওয়া হয়। সভায় গরুর মাংস ৭৫০ টাকা, খাসির মাংস ১০০০ টাকা, মহিষ ৬৫০ টাকা, ছাগল/ভেড়া ৯৫০ টাকা, সোনালি মুরগি ৩০০ থেকে ৩২০ টাকা, ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা দাম নির্ধারণ করা হয়।
এ ছাড়াও সভায় রমজান মাসের পবিত্রতা রক্ষা, বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, সেহরি ও ইফতারের সময় সাইরেন বাজানো ব্যবস্থা সচল রাখা এবং পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সভায় বিভিন্ন সিদ্ধান্ত হয়।