চাঁদাবাজি ও শ্লীলতাহানির অভিযোগে নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক বহিষ্কার


Jan 2025/Feb 2025/jubodal-1740678176.jpg

নরসিংদী রেলস্টেশনে চাঁদাবাজি, শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগে নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের তথ্য জানানো হয়।

স্টেশন মাস্টার আবু তাহের মোহাম্মদ মুসার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, মাহমুদুল হাসান চৌধুরী সুমন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে রেলস্টেশন এলাকায় চাঁদাবাজি করে আসছেন। তারা স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করেন এবং স্টেশনের ভিআইপি কক্ষে নিয়মিত মাদক ও জুয়ার আসর বসান। এছাড়া যাত্রীদের সঙ্গে অসদাচরণ ও হয়রানি করারও অভিযোগ রয়েছে। সর্বশেষ ২১ ফেব্রুয়ারি রাতে মাহমুদুল হাসান চৌধুরীর নেতৃত্বে একদল লোক স্টেশন অফিস কক্ষে ঢুকে স্টেশন মাস্টার ও অন্যান্য কর্মচারীদের লাঞ্ছিত করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

একই সময়, নরসিংদী রেলওয়ে স্টেশন মসজিদ ও মার্কেট পরিচালনা নিয়ে নানা অনিয়মের অভিযোগও উঠেছে। সংবাদ সম্মেলনে এলাকাবাসী জানান, স্টেশন মাস্টার এটিএম মুছা ও শ্রমিক লীগ নেতা এসএম আনোয়ার দীর্ঘ ১৭ বছর ধরে মসজিদ ও মার্কেটের আয়-ব্যয়ের কোনো হিসাব প্রকাশ করেননি। তারা একক সিদ্ধান্তে দোকান বরাদ্দ দিয়ে আর্থিক সুবিধা নিয়েছেন এবং সম্প্রতি মসজিদের খতিবকে বিনা নোটিশে চাকুরিচ্যুত করেছেন।

এ নিয়ে প্রতিবাদ জানানোয় যুবদল নেতা সুমনের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে বলে তার সমর্থকদের দাবি।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলওয়ে স্টেশন মসজিদ ও মার্কেট কমিটির সদস্য মো. মিজানুর রহমান চৌধুরী ও জুয়েল মিয়া বক্তব্য দেন। লিখিত বক্তব্য পাঠ করেন জিয়াউর রহমান সোহেল। তারা অভিযোগ করেন, স্টেশন মাস্টার ও শ্রমিক লীগ নেতা মসজিদ ও মার্কেট নিজেদের স্বার্থে ব্যবহার করছেন এবং যে কোনো বিরোধিতা দমন করতে রাজনৈতিক প্রতিহিংসামূলক পদক্ষেপ নিচ্ছেন।

এদিকে, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি জানিয়েছে, সংগঠনের ভাবমূর্তি রক্ষায় মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×