১৭ বছর কারাভোগের পর নিজ এলাকায় আসছেন পিন্টু, উচ্ছ্বসিত এলাকাবাসী


Feb 2025/Pintu Tangail.jpg

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলায় গ্রেপ্তার হন। সেই থেকে টানা ১৭ বছর কারাভোগ করেছেন তিনি। আব্দুস সালাম পিন্টু এই মামলার ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। 

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা সরকার। রাজেনৈতিক পট পরিবর্তনে গত ২৪ ডিসেম্বর সকাল ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান আব্দুল সালাম পিন্টু।

কারামুক্তির ২ মাস পর শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের ভূঞাপুর ও গোপালপুর উপজেলার নিজ এলাকায় আসার কথা রয়েছে আব্দুস সালাম পিন্টুর।

শুক্রবার বিকেল ৩টায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাকে সংবর্ধনার আয়োজন করেছে ভূঞাপুর উপজেলা ও পৌর শাখা বিএনপি। সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ব্যাপক প্রচারণা এবং প্রস্তুতি গ্রহণ করছে বিএনপি ও অঙ্গসংগঠন।

উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘১৭ বছর পর কারামুক্ত আমাদের প্রিয় নেতা আব্দুস সালাম পিন্টু শুক্রবার ভূঞাপুরে আসবেন। তার আগমনে গণসংবর্ধনা দেওয়ার আয়োজন করেছি। এছাড়া তার নিজ এলাকায় যাওয়ার কথা রয়েছে। গণসংবর্ধনা অনুষ্ঠান ঘিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ডগুলোতে প্রস্তুতি সভা করা হচ্ছে। এতে কেন্দ্রীয় ও জেলা-উপজেলা সব স্তরের নেতাকর্মীরা অংশ নেবেন।’

উল্লেখ্য, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টু ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে (ভূঞাপুর-গোপালপুর) আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০০১ সালে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলায় গ্রেপ্তার হন তিনি। তখন থেকেই তিনি কারাগারে ছিলেন। তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×