গোয়ালঘরে মিললো প্রায় তিন কোটি টাকার স্বর্ণের বার
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:২০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার উপজেলার হুদাপাড়া গ্রামের এক বসতবাড়ির পরিত্যক্ত গোয়ালঘর থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের চারটি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। বারগুলো অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে জানা গেছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের বিজিবি-৬’-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হুদাপাড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের একটি চালান সীমান্তবর্তী একটি বাড়ির পরিত্যক্ত গোয়াল ঘরে লুকিয়ে রাখার সংবাদ পায় বিজিবি। পরে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হুদাপাড়া বিওপির একটি দল হুদাপাড়া গ্রামের মৃত রমজান আলী খানের ছেলে হারুনের বসতবাড়ীর অদূরে পরিত্যক্ত গোয়াল ঘরে তল্লাশি চালায়।’
অভিযান চলাকালে বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক হারুন কৌশলে পালিয়ে যান। বিজিবির টহলদল গোয়ালঘরের ভেতর ঝুলানো একটি ব্যাগ থেকে দুই দশমিক ৩৩৫ কেজি ওজনের চারটি বার উদ্ধার করে।
নাজমুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৮৪ লক্ষ ৩০ হাজার ১৫০ টাকা। এ ঘটনায় নায়েক ইকবাল হোসেন বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা করেছেন। জব্দকৃত সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।’