মাদারীপুরে উদ্বোধন হলো খন্দকার রিসোর্ট
- মাদারীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:৪৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

সুস্থ সংস্কৃতিকে তুলে ধরার জন্য মাদারীপুরে এই প্রথম উদ্বোধন হলো খন্দকার রিসোর্ট। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সকালে শহরের সরদার কলোনী খন্দকার সড়কে ডিসির বাসার পিছনে খন্দকার হাউজে এই রিসোট উদ্বোধন করা হয়। ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে রিসোর্ট উদ্বোধন করেন জনতা ব্যাংকের প্রাক্তন উপ মহা ব্যবস্থাপক বিজন কুমার বিশ্বাস।
খন্দকার রিসোর্টের চেয়ারম্যান খ. ম. খুরশীদ জানান, মাদারীপুরবাসীকে চিত্ত বিনোদন দেওয়ার জন্যই খন্দকার রিসোর্ট। এখানে রয়েছে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা, আর্কাইভ, দৃষ্টিনন্দন পুকুরে গোল্ডেন ফিসের প্রদর্শন ও টলমলে পানিতে বোটে চড়ার আনন্দ। এছাড়াও রয়েছে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলাধুলার ব্যবস্থা, কফি হাউস, বার বি কিউ, বুফে ডিনার ও আলোকসজ্জা, ৪৮টি মিষ্টি মশলা সমৃদ্ধ খুশি ভাই পান মশলা, বিভিন্ন ধরনের দোলনা, লাভ পয়েন্ট। রিসোর্টটি ছায়া সুনিবিড় মনোরম পরিবেশ ও মাদারীপুর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত। যে কোন সামাজিক অনুষ্ঠান ও ইভেন্ট করার ব্যবস্থা সহ রয়েছে ডেলিসিয়াস ক্যাটারিং সুবিধা। এছাড়াও রয়েছে এক্সিবিশন, সেমিনার, কনফারেন্স জোন। বিভিন্ন প্রজাতির পাখির কলরবে ঘুম ভেঙ্গে যাওয়ার অভিজ্ঞতা।
অনুষ্ঠানে সরকারি মেডিকেল কলেজের কৃতি শিক্ষার্থী ও গর্বিত পিতামাতাকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি মেডিকেল কলেজ গার্ডিয়ান এসোসিয়েশনের মহাসচিব তারিকুল ফেরদৌস, সিনিয়র সহ সভাপতি সঞ্জিত দাশ উত্তম, মহিলা সম্পাদিকা স্বপ্না সরকার, মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহবুবর রহমান বাদল, সাধারণ সম্পাদক এস.এম আরাফাত হাসান, সংগঠক ও সমাজসেবক শাহজালাল মোল্লা, সিনিয়র সাংবাদিক শফিক স্বপন, নজরুল ইসলাম পলাশ, মহসিন তালুকদার, জাতীয় সাংবাদিক সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন, শিক্ষার্থী শ্রাবনী দাস তিথি, শ্রেয়া দাস, তানজিলা ফেরদৌস অর্থি, নুসরাত আলম রোদেলা।