চাটমোহর ব্যবসায়ী সমিতির নতুন নির্বাচিত কমিটির শপথ গ্রহণ


Feb 2025/Chatmohor Busi.jpg

পাবনা জেলার চাটমোহর ব্যবসায়ী সমিতির নতুন নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সমিতির কার্যালয়ে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

চাটমোহর ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এমএ জিন্নাহ তাদের শপথ বাক্য পাঠ করান।

নবনির্বাচিত কমিটির সভাপতি মোখলেছুর রহমান বিদ্যুৎ, সহ-সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক শেখ মো. জিয়ারুর হক সিন্টু, সহ-সাধারণ সম্পাদক এনামুল হকসহ সমিতির ১২ জন সদস্য শপথ গ্রহণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রকিবুর রহমান টুকুন, আব্দুর রাজ্জাক, সাইফুল ইসলাম, রনি রায়, চাটমোহর প্রেস ক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সহ-সভাপতি সঞ্জিত সাহা কিংশুক, সাধারণ সম্পাদক এসএম মাসুদ রানা, সাংবাদিক শামীম হাসান মিলন, শাহীন রহমান, বকুল রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা। শেষে দোয়া করা হয়। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×