মানিকগঞ্জে রাইজিং গ্রুপের কারখানায় ডাকাতি, গ্রেপ্তার ১২


Jan 2025/Feb 2025/596596-1740761842.jpg

মানিকগঞ্জের সাটুরিয়ায় রাইজিং গ্রুপের পপুলার প্যাকেজ অ্যান্ড অ্যাক্সেসরিজ লিমিটেডে ডাকাতির ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার পাবনা ও ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানায়, গত ৮ ফেব্রুয়ারি রাতে কারখানার কর্মচারীরা খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে ২০-২৫ জন মুখোশধারী ডাকাত নিরাপত্তা প্রাচীর টপকে ফ্যাক্টরির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্রের মুখে কারখানার কর্মচারীদের হাত-পা বেঁধে ফেলে এবং ফিনিশিং ফ্লোরে থাকা ডাইং পলিব্যাগ ও নগদ টাকা লুট করে একটি পিকআপে করে পালিয়ে যায়। পরে রাত ৪টা ২০ মিনিটের দিকে এক কর্মচারী কৌশলে হাতের বাঁধন খুলে ঢাকায় অবস্থানরত ফ্যাক্টরির ম্যানেজার মো. সাহেব আলিকে ফোন করে বিষয়টি জানান। পরে কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করে থানায় অভিযোগ করেন।

পুলিশ জানায়, প্রথমে পাবনার চাটমোহর থেকে অভিযান চালিয়ে আসামি শরীফকে গ্রেপ্তার করা হয়, যার কাছ থেকে লুণ্ঠিত দুটি মোবাইল উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে ডাকাতির ঘটনায় জড়িত আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. লাল চান (৪১), মো. রাসেল ওরফে আলামিন (২৬), মো. মোকাদ্দেছ (৬১), হৃদয় হাসান (১৯), মো. কাউছার (২৬), মো. জাহাঙ্গীর আলী (২৫), জাহিদ হাসান (৩৫), মো. আবু সাইদ (৫০), স্বপন মিয়া (২০), সাজেদুল শেখ (৩৫) ও লিয়াকত আলী (৫৪)।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি পিকআপ, তিনটি ছ্যানদা, চাপাতি, চারটি কাটার, হ্যান্ড গ্লাভস, মুখোশ ও মোবাইল উদ্ধার করা হয়েছে। পরে তাদেরকে আদালতে উপস্থাপন করা হলে আসামি লিয়াকত আলী (৫৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মানোবেন্দ্র বালো বলেন, ডাকাতির ঘটনা সংগঠিত হওয়ার পরপরই জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ শুরু করে। এ ঘটনায় এ পর্যন্ত মোট পাঁচটি অভিযান পরিচালিত হয় এবং তার মধ্যে শেষের দুটি অভিযান সফল হয়। গত বুধবার ও বৃহস্পতিবার অভিযান চালিয়ে ১২ জন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে। শিগগিরই আরও তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×