পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের হামলায় মাংস বিক্রেতা নিহত
- খুলনা প্রতিনিধি
- প্রকাশঃ ১২:২৩ এম, ০১ মার্চ ২০২৫

খুলনার রূপসা উপজেলার সেনেরবাজারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাংস বিক্রেতা আরিফকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শাহীন নামে আরেকজন মাংস বিক্রেতা আহত হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রূপসা থানার ওসি মাহফুজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, খুলনা সদরের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে আরিফ আরেক মাংস বিক্রেতা শাহীনকে সঙ্গে নিয়ে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেনেরবাজারে রুবেলের মাংসের দোকানে যান। আরিফ অনেক দিন ধরে রুবেলের কাছে পাইকারি মাংস বিক্রি করতেন। এ বাবদ রুবেলের কাছে তার আড়াই লাখ টাকা পাওনা রয়েছে। পাওনা টাকা চাওয়া নিয়ে আরিফের সঙ্গে রুবেলের বাকবিতন্ডা হয়।
একপর্যায়ে রুবেল ও তার সহযোগীরা চাপাতি দিয়ে কুপিয়ে আরিফ ও শাহীনকে আহত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধারের পর আরিফকে বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলে হাসপাতাল ও শাহীনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০টার দিকে আরিফ মারা যায়।
এ বিষয়ে রূপসা থানার ওসি মাহফুজুর রহমান বলেন, আমরা একজন মারা যাবার খবর শুনেছি। অভিযুক্তদের ধরতে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।