সিলেট জিন্দাবাজারে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে তোলপাড়!
- সিলেট প্রতিনিধি
- প্রকাশঃ ১০:০৯ এম, ০১ মার্চ ২০২৫

সিলেট এক যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে সড়ক অবরোধ করেন সিলেটের হকাররা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সিলেট নগরের প্রাণ কেন্দ্রে অবস্থিত জিন্দাবাজারে প্রধান সড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেন বিক্ষুব্ধ হকাররা। এ সময় দুই পুলিশ কর্মকর্তা পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধরা দুই পুলিশ কর্মকর্তা ধাওয়া করে।
বিক্ষোভকারীদের মধ্যে একজন বলেন, সিলেট মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাদব প্রতিদিন আমাদের কাছ থেকে চাঁদা নেয়। আজ ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে আমাদের এক ভাইকে তুলে নিয়ে এসেছে।
এদিকে পরিস্থিতি ঘোলাটে হওয়ায় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান চৌধুরীর আশ্বাসে সড়ক অবরোধ ছেড়েদেন হকাররা। তিনি বলেন, যদি কেউ চাঁদাবাজী করে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ওই ব্যক্তি যুবদলের রাজনীতির সাথে জড়িত থাকলে আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে বহিস্কার করা হবে।