চাঁদাবাজির অভিযোগে এবার সেই যুবদল নেতা বহিষ্কার
- সিলেট প্রতিনিধি
- প্রকাশঃ ০১:৩০ পিএম, ০১ মার্চ ২০২৫

সিলেটে চাঁদাবাজির অভিযোগে মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জয়দেব কুমার মাধবকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। এ ছাড়াও বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা বলে জানানো হয়।
শনিবার (১ মার্চ) রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেন।
এর আগে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সিলেট নগরের প্রাণ কেন্দ্রে অবস্থিত জিন্দাবাজারে প্রধান সড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেন বিক্ষুব্ধ হকাররা।
এদিকে পরিস্থিতি ঘোলাটে হওয়ায় সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ইনাম আহমেদ চৌধুরীর আশ্বাসে সড়ক অবরোধ ছেড়েদেন হকাররা। তিনি বলেন, যদি কেউ চাঁদাবাজী করে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ওই ব্যক্তি যুবদলের রাজনীতির সাথে জড়িত থাকলে আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে বহিস্কার করা হবে।