সিলেটে মাংস কেনার হিড়িক
- সিলেট প্রতিনিধি
- প্রকাশঃ ০৩:৩৪ পিএম, ০১ মার্চ ২০২৫

সব ঠিক থাকলে বাংলাদেশে আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান শুরু হওয়ার সম্ভবনা রয়েছে। এদিকে রমজানকে ঘীরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লীরা।
শনিবার (১ মার্চ) সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার গুলোতে গরুর মাংস কিনতে সাধারণ ক্রেতাদের উপচে পড়া ভীড় দেখা যায়। এদিকে রমজান উপলক্ষে প্রতিটি বাজারে গুরুর মাংস বিক্রেতারা একাধিক গরু জবাই করেছেন ক্রেতাদের কথা চিন্তা করে।
সরেজমিনে সিলেট নগরের বিভিন্ন বাজার ও পাড়া মহল্লা ঘুরে দেখা যায়, মাংস বিক্রেতারা গরু জবাই করে মাংস বিক্রি শুরু করেছেন সেখানে অনেকেই দীর্ঘ লাইন ধরে মাংস ক্রয় করছেন। তুলনামূলক ভাবে গরুর মাংস থেকে মুরগী সহ অন্য পশুর মাংস কেনায় ক্রেতাদের আগ্রহ কম দেখা গেছে। এ ছাড়াও নগরের বিভিন্ন মহল্লায় যৌথ ভাবে অনেকেই রমজানকে সামনে রেখে গরুর মাংস সংগ্রহ করতে দেখা যায়।
সেলিম মিয়া নামের এক মাংস বিক্রেতা বলেন, ‘আগামীকাল থেকে যদি রমজান হয় তাই সবাই ইফতার ও সেহরিতে ভালো আইটেম রাখতে চায় তাই গরুর মাংসের দিকে সকলের একটু বেশিব নজর। এবার আমরা ৭৫০ টাকা প্রতি কেজি ধরে গরুর মাংস বিক্রি করছি।’