দায়িত্ব অবহেলা, মিয়া বাজার হাইওয়ে থানার ওসি প্রত্যাহার


March 2025/Jashim OC.jpg

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম অংশের ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার ব্যর্থতায় মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রত্যাহার করা হয়েছে। ওই ওসির নাম জসিম উদ্দিন।

শনিবার (১ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিওনের অতিরিক্ত মহাপরিদর্শক খাইরুল আলম।

তিন বলেন, ‘মহাসড়কে চৌদ্দগ্রাম অংশে সাম্প্রতিক সময়ে ডাকাতির ঘটনা বেড়েছে। দায়িত্বে অবহেলার কারণে ওসি জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।’

প্রসঙ্গত, মহাসড়কে চৌদ্দগ্রাম অংশে দুই মাসে চারটি ডাকাতির ঘটনা ঘটে। গত ১৫ জানুয়ারি মহাসড়কের মিশ্বানী এলাকায় ৩০০ বস্তা চালভর্তি ট্রাক পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটে। গত ৮ ফেব্রুয়ারি মহাসড়কের পাশে অবস্থিত মিয়া বাজার মসজিদ মার্কেটে প্রীতি জুয়েলার্স নামে স্বর্ণ দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। লুট হয় ৩৫ ভরি স্বর্ণ।

ডাকাতদের গুলিতে আহত হন মোশাররফ নামের ব্যবসায়ী। গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের ফাল্গুনকরা মাজার নামক স্থানে কুয়েত প্রবাসী নাইমুল ইসলামের বহন করা মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। শনিবার (১ মার্চ) একই জায়গায় মালয়েশিয়ান প্রবাসী বেলাল হোসেনের বহন করা প্রাইভেটকারেও একই কায়দায় ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনায় হাইওয়ে পুলিশের ব্যর্থতার অভিযোগে ওসি জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×