আটঘরিয়ায় জহুরা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী ও হুইল চেয়ার বিতরণ


March 2025/Pabna Iftar Bitoron.jpg

পাবনা জেলার আটঘরিয়া উপজেলার জুমাইখিরি গ্রামে জহুরা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়, দুস্থ, বৃদ্ধ ও বিধবা নারী পুরুষের মাঝে ইফতার সামগ্রী ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১ মার্চ) সকালে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় জহুরা ভিলা চত্বরে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন দ্য ইমেজিং সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, শমরিতা হাসপাতাল ঢাকা ও জহুরা ফাউন্ডেশনের সদস্য ডাক্তার রবিউল ইসলাম, সাওয়া আসোসিয়েট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও জহুরা ফাউন্ডেশনের সদস্য আর্কিটেক্ট সাখাওয়াত হোসেন।

জহুরা ফাউন্ডেশন এবং জেজিএমসিএইচ জহুরা বেগম হাফেজিয়া মাদরাসা ও মসজিদ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা প্রকৌশলী ওয়াজেদ আলীর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সদস্য আব্দুল মান্নানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী অধ্যাপক ও জহুরা ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার রেজাউল হাসান, সমাজ সেবক আজিজুল হক বিশ্বাস, আজিজ মাস্টার, আকরাম হোসেন। 

আয়োজকরা জানান, জুমাইখিরি, গোবিন্দপুর, গঙ্গারামপুর, চৌবাড়িয়া, হিদাসখোল, মহেশপুর, শহরের শালগাড়িয়ার ১১৪ জন নারী পুরুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া তিনজন অসহায় শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়া হয়। শারীরিক অসুস্থতার জন্য দুইজন রমজানের রোজা পালন করতে না পারার কারণে কাফফারা হিসেবে দুইজন অসহায় দুঃস্থকে ৬ হাজার টাকা করে দেওয়া হয়।

জহুরা ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার রেজাউল হাসান জানান, ২০২০ সালে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল শীতবস্ত্র বিতরণ, বিধবা, স্বামী পরিত্যাক্ত ও দুস্থদের আর্থিক সহায়তা, অসহায়দের চিকিৎসা সহায়তা, প্রতিবন্ধীদের হুইল চেয়ার, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, দরিদ্র ছেলেমেয়েদের বিবাহে আর্থিক সহায়তা, ছানিপড়া রোগীদের বিনামূল্যে অপারেশন, ইফতার সামগ্রী বিতরণ, দূর্যোগকালীন সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান, বস্ত্র বিতরণ, কোরবানী গোস্ত বিতরণ।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×