তিনটি গরু চুরির পর কেটে মাংস নিয়ে গেছে চোরেরা


March25 Naeem/c290438f-63.tangail.jpg

টাঙ্গাইলের বাসাইলে রাতের আঁধারে গোয়ালঘর থেকে তিনটি গরু চুরির পর জবাই করে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার (১ মার্চ) দিবাগত রাতে বাসাইল পৌরসভার কাটাখালীপাড়া এলাকায় এমন ঘটনা ঘটে। বিষয়টি রবিবার (২ মার্চ) সকালে জানাজানি হলে স্থানীয়রা দুর্বৃত্তদের এমন কাণ্ডে হতভম্ব হন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাতে বাসাইল পৌরসভার কাটাখালীপাড়া এলাকার আতিকুর রহমান খান রুবেল, ফজলু খান ও গফুর খানের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়। পরে সেহরির সময় বিষয়টি টের পান গরুর মালিকরা। সকালে বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল পশ্চিমপাড়া কবরস্থানে পাশে গরুর ভূরি ও হাড় দেখতে পান স্থানীয়রা। বিষয়টি তাৎক্ষণিক এলাকায় ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে সেখানে গিয়ে গরুর রশি দেখে মালিকরা শনাক্ত করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গরুর মালিকরা। তিনটি গরুর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানা গেছে।

গরুর মালিক রুবেল খান বলেন, ‘গতকাল শনিবার ৯০ হাজার টাকা দিয়ে একটি ষাঁড় কিনে বাড়িতে নিয়ে আসি। রাত ১২টার সময় গরু দেখে ঘুমিয়ে পড়ি। সেহেরির সময় আমার ভাই গোয়ালঘরে গিয়ে দেখে সেখানে গরু নেই। তখন আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করি। পরে জানতে পারি কবরস্থানের পাশে গরুর হাড় ও ভূরি রয়েছে। সেখানে গিয়ে আমার চুরি হওয়া গরুর রশি দেখে শনাক্ত করি।’

গরুর মালিক ফজলু খান বলেন, ‘পাশের বাড়িতে গরু চুরি হয়েছে শুনতে পাই। পরে আমার গোয়ালঘরে গিয়ে দেখি সেখানে গরু নেই। পরে অনেক খোঁজাখুঁজি করি। পরে সকালে বাসাইল পশ্চিমপাড়া কবরস্থানের পাশে গিয়ে দেখতে পাই গরু জবাই করে মাংস নিয়ে গেছে চোরেরা।’

বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, ‘গরু চুরির পর চোরেরা মাংস নিয়ে গেছে এমন ঘটনা এই প্রথম শুনলাম। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

এদিকে, বাসাইল উপজেলার বিভিন্ন এলাকায় মাঝেমধ্যেই গরু চুরির ঘটনা ঘটছে। এ বিষয়ে প্রশাসনের আরও তৎপর হওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×