নাটোরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৩


March25 Naeem/natore-.jpg

নাটোরের সিংড়ায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১ মার্চ) চৌগ্রাম ইউনিয়নের কান্তনগর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের তিনজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ইউনুস (৪০) ও মাসুদ রানা (৩৫) নামে দুজনকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং সাইবর (৪২) নামে একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে কান্তপুর গ্রামে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলার সমর্থক এবং বিএনপি কর্মী তাহেরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় একটি দোকানে লুটপাটের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি। তবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×