শ্রেণী কক্ষে ঝুলছিল নৈশ প্রহরীর লাশ


March 2025/Saidul Islam.jpg

পাবনা জেলার চাটমোহর উপজেলায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে সাইদুল ইসলাম (৫৫) নামে নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ মার্চ) দুপুরে লাশটি উদ্ধার করা হয়। 

মৃত সাইদুল উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বাঙালা উত্তরপাড়া গ্রামের আক্কেল আলীর ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে বাঙালা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুল ইসলাম দীর্ঘ দিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। তার মাথায় প্রায়ই প্রচণ্ড ব্যথা হতো, যা ক্রমেই অসহনীয় হয়ে উঠেছিল। সোমবার দুপুরে মাথাব্যথা শুরু হলে তিনি স্ত্রীকে জানান যে তিনি স্কুলে যাচ্ছেন। স্ত্রীর প্রশ্নের কোনো উত্তর না দিয়েই তিনি বাড়ি থেকে বের হয়ে যান।

ঘণ্টাখানেক পর স্কুলের অফিস সহকারী হাসান আলী দাপ্তরিক কাজে বিদ্যালয়ে যান এবং জানালা দিয়ে শ্রেণিকক্ষে সাইদুল ইসলামের ঝুলন্ত দেহ দেখতে পান। পরে স্থানীয়রা এসে তাকে নামিয়ে দ্রুত স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শণ করে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×