রমজান এলেই সিলেটে লেবু হয়ে যায় আপেল!
- সিলেট প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:২০ পিএম, ০৩ মার্চ ২০২৫

রমজান এলেই সিলেটে লেবু হয়ে যায় আপেল! কথাটি শুনতে অনেকটা বেমানান লাগলেও রমজান শুরু হওয়ার সাথেই সাথেই সিলেটে এক লাফে বেড়েছে লেবুর দাম। গত দুই দিন আগে যেখানে সিলেটে প্রতি পিস লেবু ৫-১০ টাকা দামে বিক্রি হয়েছে পাইকারি বাজারগুলোতে, সেখানে এক দিনের ব্যবধানে একটি লেবু বিক্রি হচ্ছে ২৫ টাকা করে। এক হালি লেবু কিনতে হলে সাধারন মানুষকে গুনতে হচ্ছে ১০০ টাকা; যা অনেক মধ্যবিত্ত পরিবারের নাগালের বাহিরে।
সোমবার (৩ মার্চ) সিলেটের বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।
দুপুরে নগরের বন্দরবাজার, আম্বরখানা, মদিনা মার্কেট, শাহী ঈদগাহ, রিকাবিবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, লেবু কিনতে তেমন্টা আগ্রহ নেই ক্রেতাদের। তবে যারা কিনছেন লেবু তারা অনেকেই একটা লেবু কিনেই সন্তোষ্ট থাকতে দেখা যায়। এ ছাড়াও অনেকে বেশি দাম হওয়াতে বিক্রেতাদের সাথে বাকবিতন্ডায়ও জড়াতে দেখা যায়।
আবুল হোসেন নামের এক ক্রেতা বলেন, ‘লেবু এক সপ্তাহ আগে কিনেছি ৩০-৪০ টাকা হালিতে। হঠাৎ করেই যে দাম বাড়লো, আমরা যারা মধ্যবিত্ত আছি, তারা কোথায় যাবো। এ বিষয়ে বাজার মনিটরিংয়ের দরকার। কর্তৃপক্ষের সুনজর কামনা করছি।’
আলী হোসেন নামের বিক্রেতা বলেন, ‘আমরা মূলত শ্রীমঙ্গল থেকে লেবু নিয়ে আসি। এখন লেবুর মৌসুম নয়। তাই, দাম বেশি। বৃষ্টি দিলে দাম কমবে বলে আশা করি।’