শাহজালালের মাজারে ধনী-গরিবের ব্যবধান কাটিয়ে সাম্যের গণ ইফতার


March 2025/Iftar Syleht.jpg

সিলেট হযরত শাহজালালের (র.) মাজারে যুগ যুগ ধরে চলে আসছে গণ ইফতার। প্রতি বছরই প্রথম রমজান থেকে শুরু হয় এই গণ ইফতার কর্মসূচি। যেখানে এক কাতারে মিলিত হোন ধনী গরিব সবাই। ৭০০ বছর থেকে চলমান এই গণ ইফতারে প্রতিদিন তিন শতাধিকের বেশি রোজাদার অংশগ্রহণ করেন। 

যেখানে তাদের ইফতার করানো হয় খিচুড়ি, বিরিয়ানি থেকে শুরু করে গরুর কিংবা মুরগির মাংস। পেট ভরে ইফতার করতে পেরে রোজাদারও তৃপ্তি প্রকাশ করেন৷ ভক্ত আশেকানদের দান আর মাজার কর্তৃপক্ষের টাকায় ৭০০ বছর ধরে চলে আসছে সর্ববৃহৎ এই গণ ইফতার। 

ভক্তরা রমজানের প্রতিদিনই নামাজ, মাজার জিয়ারত শেষে যোগ দেন গণ ইফতারে। কালের পরিবর্তনে ইফতার পরিবেশনেও এসেছে কিছুটা পরিবর্তন। একসাথে গণ ইফতারে অংশ নিয়ে তৃপ্ত হন ভক্ত আশেকানরা।

কুষ্টিয়া থেকে সিলেট মাজারে আসা আব্দুল হাই নামের এক রোজাদার বলেন, ‘আমরা কুষ্টিয়া থেকে সিলেট মাজারে এসেছি। এখানে ইফতারের ব্যবস্থা দেখে খুব ভালো লাগছে। সকলের সাথে আমরাও ইফতারে সামিল হয়েছে। এটি দারুণ একটি প্রথা। 

মাজারের খাদেম শামুন মাহমুদ খান বলেন, ‘শাহজালালের মাজারে মানত নিয়ে আসা ভক্তদের সুবিধার জন্যই এ গণ ইফতারের আয়োজন করা হয়। তাদের দান আর মাজার কর্তৃপক্ষের টাকায় চলে আসা এ গণ ইফতারে খাসি কিংবা গরুর মাংস দিয়ে তৈরি আখনি, খিচুড়ি, ছোলা, খেজুর, জিলাপি ও পেঁয়াজু দিয়ে আপ্যায়ন করা হয়।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×