উখিয়ায় রোহিঙ্গা হেড মাঝিকে গলা কেটে খুন


March 2025/Rakain.jpg

কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় আশ্রয় শিবিরে মোহাম্মদ নুর (৩০) নামে রোহিঙ্গা হেড মাঝিকে কুপিয়ে ও গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা।

নিহত মোহাম্মদ নুর উখিয়ার রোহিঙ্গা ২০ নম্বর ক্যাম্পের এম ৩২ ব্লকের বাসিন্দা আবু ছৈয়দের ছেলে। মঙ্গলবার (৪ মার্চ) রাতে রোহিঙ্গা ক্যাম্প ২০ এক্সটেনশনে এই ঘটনা ঘটে।

ক্যাম্পের রোহিঙ্গা সূত্রে জানা গেছে, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ২০ এক্সটেনশনে থাকা দোকান থেকে নিজ বাড়িতে ফেরার পথে অজ্ঞাত ৪-৫ জনের দুর্বৃত্তদের একটি দল এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরে স্থানীয় রোহিঙ্গারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এপিবিএনসহ পুলিশের টিম পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় রোহিঙ্গাদের বরাতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে ২০ এক্সটেনশনে এক রোহিঙ্গা মাঝিকে কুপিয়ে ও গলা কেটে হত্যার সংবাদ আসে। এমন সংবাদে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে ক্যাম্পের এপিবিএন পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×