লক্ষ্মীপুরে পাঁচ পয়েন্টে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন


March 2025/Lakshmipur TCB.jpg

রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজারে ক্রেতাদের স্বস্তি দিতে লক্ষ্মীপুরে শুরু হয়েছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম। এই কার্যক্রমের আওতায় যে কোনো ব্যক্তি ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন।
 
বুধবার (৫ মার্চ) সকাল ১১টার দিকে শহরের গোডাউন রোডে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সহকারি কমিশন (ভূমি) অভি দাস।

জানা যায়, লক্ষ্মীপুরের পাঁচটি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে মাসব্যাপী টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করা হবে। একজন ব্যক্তি ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও সয়াবিন তেল ২ লিটার কিনতে পারবেন। প্রতি প্যাকেজের মূল্য ৪৫০ টাকা। শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত আগামী ২৮ মার্চ পর্যন্ত এ কার্যক্রম চলবে। জেলা সদরের এই ট্রাকসেল কার্যক্রমের আওতায় যে কোনো ব্যক্তি পণ্য কিনতে পারবেন। প্রতি ট্রাকে ৪০০ জনের পণ্য থাকবে। এই ট্রকসেল কার্যক্রমের পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে টিসিবি কার্ডধারীদের নিকট পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে।

রাজীব কুমার সরকার বলেন, ‘স্মার্ট কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম চলছে। এর পাশাপাশি কার্ড নেই, এমন সাধারণ ভোক্তাদের কাছে ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে।
পবিত্র রমজান উপলক্ষে দ্রব্য মূল ক্রেতা সাধারণের ক্রয়সীমায় মধ্যে রাখাতে ৫টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলবে। এছাড়া নিয়মিত আমাদের বাজার মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×