সেতুর রড খুলে নিলেন বিএনপির নেতারা


March 2025/BNP Dhaka South.jpg

পিরোজপুর জেলার নাজিরপুরে বিএনপির তিন নেতার বিরুদ্ধে একটি লোহার সেতুর ছাউনি ভেঙে রড চুরির অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৩ মার্চ) গভীর রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে মঙ্গলবার (৪ মার্চ) রাতে মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শহিদুল ইসলাম হেকমত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর ও থানায় লিখিত অভিযোগ দেন। 

এ ঘটনার জন্য তিনি দায়ী করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও একই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীনসহ তিনজনকে। অন্যরা হলেন ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক হেদায়েত ইসলাম ও ছাত্রদলের সাবেক নেতা জাহিদুল ইসলাম।

অভিযোগে বলা হয়, উত্তর বানিয়ারী গ্রামের রিপন শিকদার বাড়ির সামনের একটি লোহার সেতু রয়েছে। সোমবার গভীর রাতে সেতুটির ছাউনির ঢালাই ভেঙে লক্ষাধিক টাকার লোহার রড চুরি করে নেওয়া হয়। এতে নেতৃত্ব দেন ওই ব্যক্তিরা। এলাকাবাসী তাদের বাধা দিলে তাদের হত্যার হুমকি দেওয়া হয়। 

বিএনপির নেতা সরদার সাফায়েত হোসেন শাহীন মোবাইল ফোনে বলেন, ‘তিনি এমন কোনো ঘটনায় জড়িত নন।’

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। মামলা নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে।’

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মো. মাহমুদুল হাসান বলেন, ‘এক বছর আগে এডিবির আওতায় ওই সেতুটির ছাউনিটি ঢালাই দেওয়া হয়। এরই মধ্যে এ ঘটনার সংবাদ পেয়েছেন তারা।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×