টিসিবির লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ
- নাটোর প্রতিনিধি
- প্রকাশঃ ০৪:০০ পিএম, ০৬ মার্চ ২০২৫

নাটোরে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রির সময় লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে ক্রেতাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে শহরের বড়হরিশপুর পয়েন্টে এ ঘটনাটি ঘটেছে। এ সময় বেশ কয়েকজন আহতের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, খোলা বাজারে টিসিবির পণ্য নিতে বৃহস্পতিবার সকাল থেকেই নাটোর শহরের পাঁচটি পয়েন্টে দীর্ঘ লাইন দেখা যায়। পরে দুপুরের দিকে টিসিবির পণ্যবাহী ট্রাক এসে পণ্য বিতরণ করতে থাকে। এ সময় লাইনে দাঁড়ান ওকে কেন্দ্র করে ভোক্তাদের মধ্যে সংঘর্ষের সূচনা ঘটে। এ সময় মারপিটে বেশ কয়েকজন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনা সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।
‘অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’