কর্মচারীদের হাত-পা বেঁধে ৫ গরু চুরি, ভিডিও আলোচনায়


March25 Naeem/comilla-thief-.jpeg

গভীর রাতে খামারের কর্মচারীদের বেঁধে পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। গরু চুরির ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের বসন্তপুর এলাকায় ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার (৬ মার্চ) ভিডিওটি ভাইরাল হতে থাকে। পরে বিষয়টি সবার নজরে আসে। এ ঘটনায় খামারের মালিক হানিফ মিয়া বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেছেন।

হানিফ মিয়া চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর এলাকার বাসিন্দা। তিনি একজন মাংস ব্যবসায়ী।

ভাইরাল ওই সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা যায়, গামছা দিয়ে মাথা বাঁধা এক চোর প্রথমে খামারটিতে প্রবেশ করে একটি গরু টেনে বের করছে। এ সময় খামারে প্রবেশ করে গামছা দিয়ে মুখ ঢাকা আরও দুই চোর। খামারের ডান পাশের খাটের ওপর মশারির নিচ থেকে বৃদ্ধ লোক বের হতে চেষ্টা করলে তাকে ভয়ভীতি দেখাতে থাকে চোর চক্র। দড়ি দিয়ে হাত-পা বেঁধে ফেলে রাখে খাটে। পরে একে একে আরও চারটি গরু নিয়ে পালিয়ে যায় চক্রটি। এ ঘটনার পরদিন চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেছেন খামারের মালিক হানিফ।

খামারটির মালিক জানান, খামারে গরুগুলো রেখে বসন্তপুর বাজারে জবাই করে মাংস বিক্রি করেন। রোজার আগের দিন ১ মার্চ রাতে তার খামারের দুই কর্মচারী ইদ্রিস ও রানা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে একদল চোর খামারে প্রবেশ করে খাটে শুয়ে থাকা খামারের দুই কর্মচারী ইদ্রিস ও রানার হাত-পা বেঁধে ফেলে। খামারে থাকা ৭টি গরুর মধ্যে একে একে তারা ৫টি গরু চুরি করে নিয়ে যায়। গরুগুলোর মূল্য সাড়ে ৮ লাখ টাকা।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন বলেন, ‘খামারের মালিক মামলা করেছেন। পুলিশ তদন্ত করছে। চোরচক্রকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর চেষ্টা চলছে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×