ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০


Jan 2025/Feb 2025/bnp-1741284998.webp

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড এলাকার একটি গার্মেন্টস কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি ও ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের লোকজন প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে এবং ছয়টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আদমজী ইপিজেডে অবস্থিত ইউনিভার্সেল নামের একটি গার্মেন্টস কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর ও স্থানীয় বিএনপি নেতা রুহুল আমিন গ্রুপের মধ্যে। এর জের ধরে বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। সংঘর্ষের একপর্যায়ে ছয়টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন এবং তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় স্থানীয়রা চরম আতঙ্কে রয়েছে এবং গার্মেন্টস এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ব্যবসায়ীরা নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রশাসন সার্বিক পরিস্থিতির ওপর কড়া নজরদারি চালাচ্ছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×