মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে এএসআই বরখাস্ত


March 2025/Firoz Rana.jpg

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে ফিরোজ রানা নামের পুলিশের এক উপপরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। ফিরোজ রানা চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

এর আগে বুধবার (৫ মার্চ) দিনগত গভীর রাতে উপজেলার ঝিমিল ইউনিয়নের হোসেন ডাইং এলাকায় এএসআই ফিরোজ দুইজনকে সঙ্গে নিয়ে একটি মোটরসাইলেক ছিনতাই করেন বলে জানান স্থানীয়রা।

গ্রামবাসী জানতে পেরে তাদের ধাওয়া করে। এ সময় এএসআই ফিরোজের সঙ্গে থাকা দুই ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হলেও জনতার হাতে ধরা পড়েন ফিরোজ। খবর পেয়ে রাত ১১টার দিকে ফিরোজকে উদ্ধার করে থানা নিয়ে আসে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ‘জিজ্ঞাসাবাদে আমরা জেনেছি, তিনজন সোর্সসহ মাদক উদ্ধারে গিয়েছিলেন এএসআই ফিরোজ। এ সময় মোটরসাইকেল থামাতে বললে তিনি ছিনতাইকারী বলে চিৎকার দেন। এ সময় এলাকাবাসী ধাওয়া করলে সোর্সরা পালিয়ে যায় কিন্তু নতুন হওয়ায় ফিরোজ পুলিশের পরিচয় দিয়ে সেখানে অবস্থান করেন ‘

তিনি আরও জানান, ১০-১২ দিন আগে ফিরোজ ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়িতে যোগদান করেন। তবে অনুমতি ছাড়া এবং সাদা পোশাকে মাদক অভিযানে যাওয়ার কারণে তাকে সাময়িক বরখান্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

‘এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×