সাবেক স্ত্রীর সাথে খালুর প্রেমের সম্পর্ক, ক্ষিপ্ত হয়ে ২ চোখ তুলেন সাদ্দাম
- যশোর প্রতিনিধি
- প্রকাশঃ ০৩:৩৭ পিএম, ০৭ মার্চ ২০২৫

যশোরে নিজের খালুর দুই চোখ উপড়ে ফেলা সাদ্দামকে (৩২) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত গভীর রাতে শহরের পালবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাতেই শহরের বকচর করিম তেল পাম্প এলাকায় সাদ্দাম তার খালু শহিদুল ইসলামের ওপর হামলা করে দুই চোখ উপরে ফেলে। শহিদুলকে গুরুতর অবস্থায় রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত শহিদুল ইসলাম (৬০) বকচর করিম পাম্প কবরস্থান রোড এলাকার বাসিন্দা। সাদ্দাম (৩০) তার ভায়রা শাহ জামালের ছেলে।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) নূর ই আলম সিদ্দিকী বলেন, ‘দুই মাস আগে সাদ্দাম ও তার স্ত্রী পিয়ার সঙ্গে ডিভোর্স হয়। সেই সাবেক স্ত্রীর সঙ্গে তার খালু শহিদুল প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এতে ক্ষিপ্ত হয়ে সাদ্দাম আঙ্গুল দিয়ে শহিদুলের দুই চোখ তুলে পালিয়ে যান।’
‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম জানান, সাবেক স্ত্রীর সঙ্গে খালুর প্রেমের সম্পর্কে ক্ষিপ্ত হন। পরে তার দুই চোখ তুলে নেন সাদ্দাম।’
নূর ই আলম বলেন, ‘আটক সাদ্দামকে হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও এ ঘটনায় অন্য কোনো ঘটনা বা কেউ জড়িত আছে কি না, সেটা উদঘাটনে চেষ্টা চালানো হচ্ছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার, যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক ভূঁইয়া প্রমুখ।