শেরপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬


Jan 2025/Feb 2025/454-1741354315.webp

বগুড়ার শেরপুরে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর বুড়িতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বড় ফুলবাড়ি এলাকার জাহিদুল ইসলামের ছেলে ওমর ফারুক (২৩), একই এলাকার সিদ্দিকের ছেলে জাকির আহম্মেদ ওরফে জনি (২১), বাদশা মিয়ার ছেলে সামিউল (১৯), আনিছুর রহমান খাজার ছেলে মেহেদী হাসান রব্বানী (২৩), ছোট ফুলবাড়ি এলাকার ইদ্রিস আলীর ছেলে আরফান আলীম (২৫) এবং জয়নগর এলাকার মৃত গোলাম আজমের ছেলে আব্দুল গফ্ফার ওরফে সবুজ (১৯)। 

এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক (মূল্য আনুমানিক ১ লাখ টাকা), দুটি স্লাই রেঞ্জ ও একটি স্ক্রু ড্রাইভার, ১৪ ইঞ্চি লম্বা তালা কাটার কাঁচি, ১০ হাত লম্বা নাইলনের রশি ও হলুদ রঙের কসটেপ, দেশীয় তৈরি ১৮ ইঞ্চি লম্বা চাইনিজ কুড়াল, ১৩ ইঞ্চি লম্বা ছোরা ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×