নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার


Jan 2025/Feb 2025/Screenshot_2025-03-07_201135_20250307_201123960.webp

নেত্রকোনার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে চোরাচালানের ১৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানান নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান।

এর আগে গত বৃহস্পতিবার রাতে জেলার কলমাকান্দা ও ৩১ বিজিবির আওতাধীন ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়। 

বিজিবি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বাষানকুড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় চোরাচালানের ৮২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। 

একই দিন রাতে ৩১ বিজিবির আওতাধীন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের জয়রামপাড়া এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানের ৭২ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি। 

এ বিষয়ে নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, উদ্ধারকৃত মাদক নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×