২২ বছর পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার


Jan 2025/Feb 2025/arrested-1741357663.webp

পটুয়াখালীতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. ফিরোজ হাওলাদার ২২ বছর পর র‍্যাবের জালে ধরা পড়েছে।

শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে জেলার বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের রহমতনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ফিরোজ একই উপজেলার কবিরকাঠি এলাকার মৃত মজিদ হাওলাদারের ছেলে।

র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প অধিনায়ক তুহিন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. ফিরোজ ২০০৩ সালে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাউফলের কালিশুরি এলাকায় সংঘটিত সংঘর্ষে প্রতিপক্ষ মালেক মৃধাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন এবং পায়ের রগ কেটে দেন। এ ঘটনায় মালেক মৃধার স্ত্রী জোহরা বেগম বাদী হয়ে বাউফল থানায় মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামিরা ধরা পড়লেও ফিরোজ দীর্ঘ ২২ বছর ধরে পলাতক ছিলেন।

২০০৭ সালে পটুয়াখালী জেলা দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তী সময়ে ফিরোজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে অভিযান চালিয়ে ফিরোজকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×