দিনেদুপুরে বিকাশ ব্যবসায়ীর প্রায় ৫ লাখ টাকা চুরি


Jan 2025/Feb 2025/cthieft-1741358659.jpg

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দিনেদুপুরে বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ীর ৪ লাখ ৮০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার চৌরাস্তা বাজারে।

ভুক্তভোগী ওই ব্যবসায়ী হলেন মেসার্স মাহিন টেলিকমের মালিক আল-আমিন। এ ঘটনায় ওই ব্যবসায়ী থানায় অভিযোগ করেছেন বলে জানিয়েছেন।

দোকানটির মালিক আল আমিন জানান, তিনি ওই দোকানে মোবাইল ব্যাংকিংয়ে টাকা লেনদেন ছাড়াও নিয়মিত ফ্লেক্সিলোড দিয়ে থাকেন শুক্রবার দুপুরে দোকানে তালা দিয়ে তিনি কাছের একটি মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। আসার পথে খবর পান তার দোকানে চুরি হয়েছে। পরে দোকানে এসে দেখতে পান, দরজার তালা ভেঙে চোর আলমারির ২টি তালা ভেঙে ৪ লাখ ৮০ হাজার টাকা নিয়ে গেছে।

বাজারের কাঁচামাল ব্যবসায়ী শাহ আলম কিবরিয়া জানান, তখন তিনি দোকানে বসে ঘুমের ঘোরে ছিলেন। এসময় পাশের দোকানের কাঞ্চন নামে একটি যুবক তাকে ডেকে তোলেন। কাঞ্চন জানান, একটি লোক ওই দোকান থেকে বের হয়ে যাচ্ছে। এসময় তিনি লোকটিকে ধাওয়া দিলে যানবাহনের আড়ালে চলে যাওয়ার কারণে তাকে আর ধরা যায়নি।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ জানান, ওই ব্যবসায়ী সাধারণ ডায়রি করেছেন। তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×