তরমুজ ব্যবসায়ীকে মারধরের অভিযোগে ছাত্রদল নেতাকে দল থেকে অব্যাহতি


Jan 2025/Feb 2025/Gazipur-e7860273955d6a6505219fb826b0f972.jpg

মৌসুমি ফল ব্যবসায়ী এনামুল হক মুন্সি টাকা না দিয়ে তরমুজ নিতে নিষেধ করায় মারধরের অভিযোগে গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক নেতাকে দল থেকে অব্যাহতি দিয়েছে জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদল। শুক্রবার (৭ মার্চ) বিকালে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতি পাওয়া রমিজ উদ্দিন সৈকত (৩০) গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক। তিনি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদককে প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের অব্যাহতিপ্রাপ্ত নেতার সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশ দেওয়া হয়।

অভিযুক্ত রমিজ উদ্দিন সৈকত বলেন, ‘আমি ব্যবসায়ীকে মারধর করিনি। স্থানীয় একটি মহল সাংবাদিকদের কাছে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’

তিনি দাবি করেন, ওই ব্যবসায়ী তরমুজ মেপে অতিরিক্ত দামে বিক্রি করছিল। এর প্রতিবাদ করলে ওই ব্যবসায়ী তাকে মারধর করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (৪ মার্চ) বরমী ইউনিয়নের সাতখামাইর বাজারে মৌসুমি ফল ব্যবসায়ী এনামুল হক মুন্সিকে টাকা না দিয়ে তরমুজ নিতে চায় রমিজ উদ্দিন সৈকত। এতে ব্যবসায়ী নিষেধ করায় তাকে মারধর করা হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×