ডাসারে ‘বরিশাল খাল’ উদ্ধারে উপজেলা প্রশাসন
- মাদারীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৪৪ এম, ০৮ মার্চ ২০২৫

দখল আর দুষণের কবলে অস্তিত্ব সংকটে হারিয়ে যেতে বসছে মাদারীপুরের বরিশাল খাল। উপজেলা প্রশাসনের উদ্যোগে খালটি পুনরুদ্ধারের অংশ হিসেবে শুরু হয়েছে পরিস্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম।
শুক্রবার (৭ মার্চ) সকালে ডাসার উপজেলার পাথুরিয়ারপাড় এলাকা থেকে খাল পুনরুদ্ধারের কাজ শুরু করা হয়।
জানা গেছে,মাদারীপুরের ডাসার উপজেলার আংশিক গোপালপুর এলাকা থেকে সনমান্দী পর্যন্ত ৮ কিলোমিটার বরিশাল খাল। দীর্ঘ দিন সংস্কার না হওয়ায়, দখল আর দুষণে বন্ধ হয়ে যায় খালের প্রবাহ। ময়লা আর আবর্জনায় বেড়েছে মশা-মাছির উপদ্রব। এতে ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু। এছাড়াও খাল পাড়ে রয়েছে অবৈধ স্থাপনা। এরই অংশ হিসেবে ডাসার উপজেলার আংশিক পুনরুদ্ধারে কাজে নামে উপজেলা প্রশাসন।
খাল পরিস্কার- পরিচ্ছন্নতার কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল আরেফীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাফিজুর রহমান, বালিগ্রাম ইউনিয়েনের চেয়ারম্যান মো. মজিবুর রহমান, মাঈনুল ইসলাম প্রমুখ।
এ ব্যাপারে সাইফ-উল আরেফীন বলেন, ‘জেলা প্রশাসন, মাদারীপুরের নির্দেশনায় আজ সকাল থেকে বরিশাল খাল পুনরুদ্ধার কার্যক্রম (ডাসার উপজেলার অংশ) গ্রহণ করে ডাসার উপজেলা প্রশাসন। পর্যায়ক্রমে খালের কচুরিপানা পরিষ্কার ও খালের তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।’