পাবনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড


March 2025/Sand.jpg

পাবনায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (৭ মার্চ) দুপুরে পাবনা সদর উপজেলার চর আশুতোষপুর খটখটি পাড়ায় অভিযান চালিয়ে এ দণ্ড দেয়া হয়। 

অভিযানের নেতৃত্ব দেন পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুরাদ হোসেন।

দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার ভাঁড়ারা গ্রামের জয়েন উদ্দিন প্রামাণিকের ছেলে আব্দুল্লাহ (৩০), বন্দের আলী বিশ্বাসের ছেলে আরিফুল ইসলাম (৩০) ও ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকার দুলালের ছেলে রিংকু (২৮)।

এদের মধ্যে আব্দুল্লাহ ও আরিফুল বালু উত্তোলন কাজে ব্যবহৃত এস্কাভেটর চালক ও রিংকু বালু বহনকারী গাড়িচালক।

মুরাদ হোসেন জানান, দীর্ঘ দিন ধরে একটি চক্র ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছে বলে অভিযোগ ছিলো। এর প্রেক্ষিতে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। 

অবৈধভাবে বালু রোধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×