নড়াইলে বিএনপি অফিসে বোমা হামলা


March25 Naeem/image_170072_1741412419.webp

নড়াইলে ইউনিয়ন বিএনপির অফিসে বোমা হামলায় তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার শিংগাশোলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও গোবরা গ্রামের হামিদ মোল্যার ছেলে বাবু মোল্যা (৫৫), গোবরা গ্রামের আবুল হেসেন গাজীর ছেলে নিউটন গাজী (৩৯) ও গোবারা গ্রামের সৈয়দ জাফর আলীর ছেলে সৈয়দ ওয়াজেদ আলী টিটু (৪২)।

আহতদের মধ্যে সৈয়দ ওয়াজেদ আলী টিটুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিসে নেতাকর্মীরা আড্ডা দিচ্ছিলেন। এ সময় তাদের লক্ষ্য করে তিনটি বোমা মেরে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাতে আহত হন স্থানীয় বিএনপির তিন নেতাকর্মী। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে বিএনপির কর্মী সৈয়দ ওয়াজেদ আলী টিটোকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনিসুর রহমান সোহাগ বলেন, রাত ১০টার দিকে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্য দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তদের আটকে পুলিশের অভিযান চলছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×