মাদারীপুরে নারী দিবসে অসহায় ও হতদরিদ্র নারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


March25 Naeem/Madaripur Food Supply 4.jpg

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন,’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে একতা নারী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে শতাধিক অসহায় ও হতদরিদ্র নারীদের মাঝে ভর্তুকি মূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৮ মার্চ) বেলা ১১ ঘটিকায় সদর উপজেলার উত্তর চিড়াইপাড়া এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক (সমাজ কল্যাণ) এ্যাডভোকেট সরমিন ইসলাম ডেইজী।

এসময় তিনি বলেন, সৎ, তরুণ, যোগ্য নেতৃত্ব কে বেছে বের করে আগামীতে যাতে দেশ পরিচালনা করতে পারে, সে ব্যবস্থা করতে আহ্বান জানান। তিনি বলেন, আগামীতে নির্বাচন হলে নির্ভয়ে সকলে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিবেন। এতোদিনে যে ভোট দিতে পারেন নি, সেই দুঃখ কষ্ট ভোট দেয়ার মাধ্যমে এবং যোগ্য নেতৃত্ব খুঁজে বের করার মাধমে আপনারা নারী সমাজ আগামীতে দেশ গঠনে ভূমিকা রাখবে আশাবাদ ব্যক্ত করছি।

একতা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক চায়না শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি বিশেষজ্ঞ ও লেখক মোঃ মজিবর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হাওলাদার, মাদারীপুর মটর চালক দলের সভাপতি ইলিয়াস ভূইয়া, ইউনিয়ন বিএনপি নেতা জাকির হোসেন, সাইফুল ইসলাম জেমস, সংস্থার সদস্য রুবিনা আক্তার সহ অন্যান্য সদস্যবৃন্দ ও উপকারভোগী।

এসময় বিশেষ অতিথি ভূমি বিশেষজ্ঞ ও লেখক মোঃ মজিবর রহমান বলেন, নারী সমাজ দেশ গঠনে ভূমিকা রাখতে হলে তাদের শিক্ষিত এবং প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, নজরুল ইসলামের ‘এই পৃথিবীতে যা কিছু আছে চির কল্যাণকর’। অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’। তিনি আরো বলেন, নেপালিয়ান বোনাপার্ট বলেন, গিফ মি দ্যা এডুকেটেড, মাদার আই প্রোমিজ, আই শ্যাল, গিফ ইউ দ্যা এডুকেটেড নেশন। ‘‘আমাকে শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি দিবো’’। তিনি নারীদেরকে ভূমির সার্বিক জ্ঞান অর্জন করে, স্বামী সন্তান ভাইকে সদপোদেশ দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।

নির্বাহী পরিচালক চায়না শেখ বলেন, নারীর আর্থ সামাজিক উন্নয়ন ও দক্ষতা করাই আমাদের অত্র সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য। এ ছাড়া আমরা চেষ্টা করছি, নারীদের অধিকার আদায়, মর্যাদা অক্ষুন্ন রাখার জন্য ও তাদেরকে প্রশিক্ষিত স্বাবলম্বী করে তোলা এবং আইনি সহায়তা প্রদান করে সমাজে ভূমিকা রাখার জন্য গড়ে তুলতে। আজকে আমরা শতাধিক নারীকে খাদ্য সামগ্রী তেল, চিনি, ডাল, ছোলা ও খেজুর ভর্তুকি মূল্যে প্রদান করেছি। ভবিষ্যতে নারীর কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×