সিলেটে এক হালি ‘জারা লেবু’র দাম পাঁচ হাজার টাকা
- সিলেট প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:৪৬ পিএম, ০৮ মার্চ ২০২৫

জাম্বুরার মতো প্রথম দেখায় যে কেউ মনে করতে পারেন এটি একটি জাম্বুরা। তবে দাম এবং নাম জিজ্ঞেস করার পর অনেকেরই চোখ মাথায় উঠার মতো অবস্থা হবে। সিলেটে প্রতিটি জারা লেবু ১২০০ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। যেখানে কেউ এক হালি জারা লেবু কিনতে হলে গুনতে হবে ৫ হাজার টাকা। প্রবাসী অধ্যুষিত হওয়াতে সিলেটের বেশিরভাগ মানুষ এই লেবু লন্ডন আমেরিকায় নিয়ে যান খাওয়ার জন্য।
সিলেট নগরের বন্দরবাজারে প্রতি সপ্তাহে জাম্বুরা আকৃতির এসব জারা লেবু বিক্রি হয় হাজার টাকার উপরে। প্রতিদিন ফেরি করে জারা লেবু বিক্রি করেন অনেকেই। প্রতিটি জারা লেবুর ওজন হয় প্রায় ৩ থেকে ৪ কেজি।
শনিবার (৮ মার্চ) নগরের বন্দরবাজার ঘুরে দেখা যায়, সড়কের পাশে ছোট ছোট দোকানে বিশাল আকৃতির জারা লেবু সাজিয়ে রেখেছেন ক্রেতারা। তবে দাম বেশি হওয়ায় অনেকেই ফিরে যাচ্ছেন, কেনা হচ্ছেনা শখের জারা লেবু।
সিলেট লালাবাজারের ব্যবসায়ী সফিক মিয়া বলেন, জারা লেবুর দাম সব সময় একটু বেশি তাকে। এগুলো বেশিরভাগ বিদেশে কিনে নেন প্রবাসীরা। এ ছাড়াও এ বছর লেবুর চাহিদা বেশি তুলনামূলক ভাবে বাজারে লেবু কম তাই দাম একটু বেশিই।