চৌদ্দগ্রামে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক ৬
- কুমিল্লা প্রতিনিধি
- প্রকাশঃ ১১:৫১ পিএম, ০৮ মার্চ ২০২৫

কুমিল্লার চৌদ্দগ্রামে জমি নিয়ে বিরোধে আবদুল মালেক নামে বৃদ্ধকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, নিহত আবদুল মালেকের সঙ্গে প্রতিবেশী কামাল উদ্দিনের পরিবারের জমি নিয়ে বিরোধ চলছে। যা নিয়ে উভয় পক্ষের একাধিক মামলাও চলমান। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উভয় পক্ষ ঝগড়ায় লিপ্ত হয়। একপর্যায়ে কামাল উদ্দিনের নেতেৃত্বে ছয়-সাতজন বৃদ্ধ আবদুল মালেককে মারধর শুরু করে। একপর্যায়ে বিদ্যুতের আলো নিভিয়ে দেয়। পরে তাঁকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে আঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় আবদুল মালেককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা কামাল উদ্দিন ও তার সহযোগীদের বাড়ি ঘেরাও করেন। খবর পেয়ে থানা থেকে পুলিশ গিয়ে অভিযুক্ত কামাল উদ্দিনসহ ছয়জনকে আটক করে।
নিহত মালেকের ছেলে মহিন উদ্দিন বলেন, ‘কামাল উদ্দিন গংদের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। শুক্রবার বিকেলে কামাল উদ্দিনরা বিরোধপূর্ণ জমিতে বেড়া নির্মাণ করছিলেন। এ সময় আমার বাবা বাধা দেন। এর জেরে তারা রাত সাড়ে ৯টার দিকে পরিকল্পনা করে আমার বাবার ওপর হামলা করে এবং ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করে।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহম্মেদ বলেন, জমির বিরোধকে কেন্দ্র করে আবদুল মালেককে পিটিয়ে হত্যা করেছে কামাল উদ্দিন গংরা। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পরলে এলাকাবাসী কামাল উদ্দিন গংদের বাড়ি ঘেরাও করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কামাল উদ্দিনসহ ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে চারজন পুরুষ ও দু’জন নারী। এ বিষয়ে এখনও মামলা হয়নি।