হত্যা মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার
- কুমিল্লা প্রতিনিধি
- প্রকাশঃ ১২:২২ এম, ০৯ মার্চ ২০২৫

পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে যুব মহিলা লীগ নেত্রী তানিয়া সুলতানা বিথি। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও আব্দুর রাজ্জাক রুবেল হত্যাসহ একাধিক মামলার আসামি তিনি।
শনিবার (৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিথি কুমিল্লার উত্তর জেলা যুব মহিলা লীগের সদস্য ও দেবিদ্বার পৌর এলাকার ছোটআলমপুর মাস্টার বাড়ির মোখলেছুর রহমানের মেয়ে।
পুলিশ জানায়, বিথির বিরুদ্ধে গত ৪ আগস্ট আন্দোলনে নিহত আব্দুর রাজ্জাক রুবেল ও ৫ আগস্ট আমিনুল ইসলাম সাব্বির হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। ৪ আগস্ট আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে সরাসরি যুক্ত থাকার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যামে ছড়িয়ে পড়ে। সরকার পতনের পর থেকে বিথি আত্মগোপনে ছিলেন। শনিবার দুপুরে থানার এসআই মাজারুল ইসলাম ফোর্স নিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস বলেন, বিথিকে তার নিজ বাড়িতে থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে।